Ajker Patrika

গোয়ালন্দে হঠাৎ মরা পদ্মা নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধি
গোয়ালন্দে হঠাৎ মরা পদ্মা নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী

রাজবাড়ী (গোয়ালন্দ): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দরফের ডাঙা এলাকায় মরা পদ্মা নদীতে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। গত সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

দরফের ডাঙা মরা পদ্মানদীর ভাটির চলতি পথে যাওয়ার সময় দেখা যায় এক পাড় ভেঙে যাচ্ছে। বিশেষ করে নদীর পূর্ব পাড়ে ভাঙনের তাণ্ডব শুরু হয়েছে। সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলায় সোমবার দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পর থেকেই শুরু হয় এই এলাকার মরা পদ্মা নদীর ভাঙন।

এ এলাকার বাসিন্দা সাইদুল শেখ বলেন, ফসলি জমি প্রায় ১০০ থেকে দেড় শ ফিট নদীগর্ভে চলে গেছে। কিছু অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে দীর্ঘদিন এই মরা পদ্মা নদীতে অবাধে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চালিয়ে আসছিল। এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলেই এই মরা পদ্মায় নদী হঠাৎ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন।

এদিকে এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ জরিমানা, মেশিন ধ্বংস এবং পাইপ ভেঙে ফেলা হয় বিভিন্ন সময়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, নদী ভাঙন রোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪নং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, অসময়ে এই মরা পদ্মা নদীতে ভাঙন একটি দুঃখজনক। মরা পদ্মা নদীতে যেন আর ড্রেজার মেশিন বসানো না হয় আমি সেদিকে খেয়াল রাখব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত