Ajker Patrika

পায়ে হেঁটে পদ্মা পার!

প্রতিনিধি, সুজানগর (পাবনা)
পায়ে হেঁটে পদ্মা পার!

পাবনার সুজানগরে এক সময়ের প্রমত্তা পদ্মা নদী এখন ধু ধু বালু চরে পরিণত হয়েছে। ফলে বিশাল পদ্মা নদী পায়ে হেঁটে অবলীলায় পার হয়ে যাচ্ছেন অনেকে।

সুজানগর উপজেলার পদ্মা পাড়ের সিংহনগর গ্রামের বাসিন্দা ডাঃ লিয়াকত আলী। তিনি বলেন, এক সময়ে এই পদ্মার গর্জনে খেয়া নৌকার মাঝিরা নৌকা চালাতে সাহস করত না। মাছ ধরতে যাওয়া জেলেরাও  সবসময় আতঙ্কে থাকত। ফেরি, স্টিমারের মতো ভারি নৌযানও পুরোপুরি নিরাপদ ছিল না। কিন্তু কালের বিবর্তনে সেই প্রমত্তা পদ্মা এখন শীর্ণ একটি খালে পরিণত হয়েছে। পদ্মার বুকে জেগে উঠেছে বালুর চর।

পদ্মা পাড়ের নারুহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান। তিনি বলেন, সুজানগর উপজেলার সাতবাড়ীয়া খেয়াঘাট থেকে পাংসা উপজেলার হাবাসপুর ঘাট পর্যন্ত দূরত্ব ছয় কিলোমিটার। চার-পাঁচ মাস আগেও দুই পাড়ের মানুষ এ পথটা নৌকায় পার হতেন। কিন্তু মাত্র এই চার-পাঁচ মাসের ব্যবধানে চর পরে সাড়ে পাঁচ কি.মি ভরাট হয়ে গেছে। বাকি মাত্র আধা কিলোমিটার পদ্মা নৌকায় পার হতে হয়। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এ বিষয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের সাথে আজকের পত্রিকার কথা হয়েছেন। যাত্রীদের দুর্ভোগ লাঘব তথা পদ্মা নদীর অস্তিত্ব রক্ষায় ড্রেজিং করে এর নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে আশ্বাস দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত