Ajker Patrika

দুলাভাই গ্রেপ্তার, শ্যালিকা উদ্ধার

প্রতিনিধি, নীলফামারী
দুলাভাই গ্রেপ্তার, শ্যালিকা উদ্ধার

মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে অপহৃতা শ্যালিকা উদ্ধারসহ অপহরণকারী দুলাভাইকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা–পুলিশ। আজ রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আইনুল ইসলাম (৩৫)। তিনি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকার ভুক্তভোগীর বড় বোনের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় আইনুলের। তাঁদের দুটি সন্তান রয়েছে। আইনুল তাঁর স্ত্রীর ১৫ বছর বয়সী ছোট বোনকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই মধ্যে ১ আগস্ট বিকেলে নাহিন এগ্রোর সামনের পাকা সড়ক থেকে অটোরিকশা যোগে শ্যালিকাকে অপহরণ করে নিয়ে যান আইনুল। 

এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেন মেয়েটির বাবা। 

মামলার প্রেক্ষিতে রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আইনুলকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুবাস চন্দ্র রায়। 

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে দুজনকে আদালতে তোলা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত