নীলফামারী ও ডিমলা প্রতিনিধি

গোপনে ২০১৮ সালে প্রথম বিয়ে করেন নীলফামারীর এক যুবক। এরপর চার বছর প্রথম স্ত্রীর সঙ্গে সংসারের পর তাঁকে না জানিয়েই সম্প্রতি আবার দ্বিতীয় বিয়ে করেছেন সেই যুবক। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ওই যুবকের বাড়িতে হাজির হন প্রথম স্ত্রী। এতে বিপাকে পড়ে দুই বউকে রেখেই বাড়ি থেকে পালিয়ে গেছেন সেই যুবক।
এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর আকাশকুড়ি গ্রামে। ওই যুবকের নাম এহছানুল রাহাত (২৭)। তাঁর প্রথম স্ত্রীর নাম আখি।
বর্তমানে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে গত শুক্রবার থেকে অবস্থান করছেন আখি আক্তার (২৩)।
বিবাহ নিবন্ধন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের আবদুল মজিদের মেয়ে আঁখি আকতার। আর নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাহাত। তাঁরা ৪ বছর আগে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আখি নীলফামারীতে সম্মান শ্রেণিতে লেখাপড়া ও রাহাদ ঢাকার নারায়ণগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন।
প্রায় ১০ বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৭ জুলাই ঢাকার একটি কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে আখি ও রাহাত বিয়ে করেন। এ সময় বিয়ের বিষয়টি পরিবারের অন্য সদস্যদের না জানানোর জন্য আখিকে চাপ দেন রাহাত।
বিয়ের ৪ বছর পার হলেও বিষয়টি কাউকে জানাননি আখি। কিন্তু রাহাতের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন আখি। কিন্তু আখির কথায় রাজি না হয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকেন রাহাত। ১০-১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রাহাত।
একপর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম বিয়ে গোপন রেখে পারিবারিকভাবে ঢাকার নারায়ণগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন রাহাত। গত শুক্রবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী আখি তাঁর স্বামীর বাড়িতে আসলে তাঁকে মানসিক রোগী আখ্যা দিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাহাতের বাড়ির লোকজন। এ সময় আখি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
জানাজানি হলে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো প্রকার সমঝোতা না হওয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থানের সিদ্ধান্ত নেন আখি।
এদিকে, আখির উপস্থিতি টের পেয়ে দুই স্ত্রীকে রেখেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রাহাত। এ অবস্থায় রাহাতের ঘরের বারান্দাতে অবস্থান করছেন আখি।
আখি বলেন, ‘বিয়ের কথা গোপন রেখে স্বামী-স্ত্রী মিলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে সংসার করেছি। এখন আমাকে স্ত্রী বলে অস্বীকার করছে। তাই আমি রাহাতের বাড়িতে অবস্থান নিয়েছি। স্ত্রীর মর্যাদা না পেলে এ বাড়িতেই আত্মহত্যা করব।’
এ বিষয়ে জানতে চাইলে রাহাতের বাবা রফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আমার ছেলে বিয়ে করেছে এ কথা আগে জানলে আমি দ্বিতীয়বার তাঁর বিয়ে দিতাম না। ছেলে আমার সাথে প্রতারণা করেছে। তবে আমি দুজনকেই পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি।’
দ্বিতীয় স্ত্রীর ভগ্নিপতি রুবেল বলেন, ‘ব্যবসায়িক সূত্রে ১১ বছর ধরে রাহাতকে চিনি। সে বিবাহিত এ কথা গোপন করেন প্রতারণা মাধ্যমে আমার শ্যালিকাকে বিয়ে করেছে। আমরা এর বিচার চাই।’
ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাহাত মোবাইল ফোনে দুই বিয়ের কথা স্বীকার করেছেন।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোপনে ২০১৮ সালে প্রথম বিয়ে করেন নীলফামারীর এক যুবক। এরপর চার বছর প্রথম স্ত্রীর সঙ্গে সংসারের পর তাঁকে না জানিয়েই সম্প্রতি আবার দ্বিতীয় বিয়ে করেছেন সেই যুবক। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ওই যুবকের বাড়িতে হাজির হন প্রথম স্ত্রী। এতে বিপাকে পড়ে দুই বউকে রেখেই বাড়ি থেকে পালিয়ে গেছেন সেই যুবক।
এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর আকাশকুড়ি গ্রামে। ওই যুবকের নাম এহছানুল রাহাত (২৭)। তাঁর প্রথম স্ত্রীর নাম আখি।
বর্তমানে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে গত শুক্রবার থেকে অবস্থান করছেন আখি আক্তার (২৩)।
বিবাহ নিবন্ধন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের আবদুল মজিদের মেয়ে আঁখি আকতার। আর নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাহাত। তাঁরা ৪ বছর আগে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আখি নীলফামারীতে সম্মান শ্রেণিতে লেখাপড়া ও রাহাদ ঢাকার নারায়ণগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন।
প্রায় ১০ বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৭ জুলাই ঢাকার একটি কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে আখি ও রাহাত বিয়ে করেন। এ সময় বিয়ের বিষয়টি পরিবারের অন্য সদস্যদের না জানানোর জন্য আখিকে চাপ দেন রাহাত।
বিয়ের ৪ বছর পার হলেও বিষয়টি কাউকে জানাননি আখি। কিন্তু রাহাতের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন আখি। কিন্তু আখির কথায় রাজি না হয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকেন রাহাত। ১০-১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রাহাত।
একপর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম বিয়ে গোপন রেখে পারিবারিকভাবে ঢাকার নারায়ণগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন রাহাত। গত শুক্রবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী আখি তাঁর স্বামীর বাড়িতে আসলে তাঁকে মানসিক রোগী আখ্যা দিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাহাতের বাড়ির লোকজন। এ সময় আখি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
জানাজানি হলে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো প্রকার সমঝোতা না হওয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থানের সিদ্ধান্ত নেন আখি।
এদিকে, আখির উপস্থিতি টের পেয়ে দুই স্ত্রীকে রেখেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রাহাত। এ অবস্থায় রাহাতের ঘরের বারান্দাতে অবস্থান করছেন আখি।
আখি বলেন, ‘বিয়ের কথা গোপন রেখে স্বামী-স্ত্রী মিলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে সংসার করেছি। এখন আমাকে স্ত্রী বলে অস্বীকার করছে। তাই আমি রাহাতের বাড়িতে অবস্থান নিয়েছি। স্ত্রীর মর্যাদা না পেলে এ বাড়িতেই আত্মহত্যা করব।’
এ বিষয়ে জানতে চাইলে রাহাতের বাবা রফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আমার ছেলে বিয়ে করেছে এ কথা আগে জানলে আমি দ্বিতীয়বার তাঁর বিয়ে দিতাম না। ছেলে আমার সাথে প্রতারণা করেছে। তবে আমি দুজনকেই পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি।’
দ্বিতীয় স্ত্রীর ভগ্নিপতি রুবেল বলেন, ‘ব্যবসায়িক সূত্রে ১১ বছর ধরে রাহাতকে চিনি। সে বিবাহিত এ কথা গোপন করেন প্রতারণা মাধ্যমে আমার শ্যালিকাকে বিয়ে করেছে। আমরা এর বিচার চাই।’
ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাহাত মোবাইল ফোনে দুই বিয়ের কথা স্বীকার করেছেন।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১৯ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে