Ajker Patrika

তিন গ্রামের দুঃখ সিংগাহারা সেতু

প্রতিনিধি, নীলফামারী
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯: ৪৯
তিন গ্রামের দুঃখ সিংগাহারা সেতু

নীলফামারীর ডিমলার সিংগাহারা নদীর সেতুর পিলার দেবে গেছে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিকল্প না থাকায় বাধ্য হয়ে তিন গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হচ্ছেন।

সিংপাড়া গ্রামের বাসিন্দা বিপ্লব সিং জানান, ১৯৯৭ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন থেকে পাঁচ বছর আগেই সেটি নড়বড়ে হয়ে গেছে। তবু সংস্কার হয়নি। সেতুর দুপাশের রেলিং ভেঙেছে অনেক আগেই। সম্প্রতি মাঝের দুটি পিলার দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

দক্ষিণ সুন্দর খাতা গ্রামের গোলাপি বেগম বলেন, গ্রামের কোনো অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হলে তাঁকে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভাঙা রাস্তা আর নড়বড়ে সেতুর কারণে মায়ের অকাল গর্ভপাত হওয়ার ঘটনাও ঘটে। অনেক মুমূর্ষু রোগীর প্রাণ চলে যায় রাস্তায়।

উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম বলেন, ওই স্থানে নতুন সেতু তৈরির জন্য বন্যা ও দুর্যোগ প্রশমন প্রকল্পের মাধ্যমে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে। এখন সময়ের অপেক্ষা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...