সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আমদানি করা পাথর চুরি করে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ উঠেছে সৈয়দপুর রেলওয়ের পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও স্টেশনের কয়েকজন অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে মালবাহী ট্রেনে আমদানি করা পাথর সৈয়দপুরে খালাস করা হয়। এরপর এখান থেকে আমদানিকারকেরা বিভিন্ন জেলায় পাথরগুলো সরবরাহ করেন। খালাস থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত বেশ কয়েক দিন সময় লাগে। এ সময় রাতের আধারে শহরের রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের পেছনে রসুলপুর এলাকার চামুয়া মিয়া (৪৫) ও তাঁর সহযোগীরা পাথর চুরি করছে। এবং পাথর চুরি করে সেগুলো নিজের বাড়িতেই রাখেন চামুন মিয়া। বাড়ি থেকেই অর্ধেক বাজার মূল্যে পাথরগুলো বিক্রি করছেন তিনি।
বে বিষয়ে বৃহস্পতিবার অভিযুক্ত চামুয়া মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমদানি নৈশপ্রহরী হিসেবে পাথরগুলো পাহারা দেই আমি। বেতন বাবদ চার হাজার টাকা পাই। ওই টাকার পরিবর্তে ঠিকাদার আমাকে পাথরগুলো দিয়েছেন। জিআরপি, আরএনবি ও স্টেশন মাস্টারের অনুমতিতেই পাথরগুলো বাড়িতে এনেছি। সেগুলো দিয়ে বাড়ির কাজ করাব।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, পাথর চুরির কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। চুরির সঙ্গে রেলওয়ে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, পাথর চুরির বিষয়টি আমার জানা নেই। রেলওয়ের স্টেশন ইয়ার্ড থেকে কাউকে পাথর নিয়ে যাওয়ার অনুমতির প্রশ্নই আসেনা। যদি কেউ এমনটি বলে থাকে তাহলে তিনি মিথ্যা বলেছেন। তিনি আরও বলেন, চুরির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আমদানি করা পাথর চুরি করে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ উঠেছে সৈয়দপুর রেলওয়ের পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও স্টেশনের কয়েকজন অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে মালবাহী ট্রেনে আমদানি করা পাথর সৈয়দপুরে খালাস করা হয়। এরপর এখান থেকে আমদানিকারকেরা বিভিন্ন জেলায় পাথরগুলো সরবরাহ করেন। খালাস থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত বেশ কয়েক দিন সময় লাগে। এ সময় রাতের আধারে শহরের রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের পেছনে রসুলপুর এলাকার চামুয়া মিয়া (৪৫) ও তাঁর সহযোগীরা পাথর চুরি করছে। এবং পাথর চুরি করে সেগুলো নিজের বাড়িতেই রাখেন চামুন মিয়া। বাড়ি থেকেই অর্ধেক বাজার মূল্যে পাথরগুলো বিক্রি করছেন তিনি।
বে বিষয়ে বৃহস্পতিবার অভিযুক্ত চামুয়া মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমদানি নৈশপ্রহরী হিসেবে পাথরগুলো পাহারা দেই আমি। বেতন বাবদ চার হাজার টাকা পাই। ওই টাকার পরিবর্তে ঠিকাদার আমাকে পাথরগুলো দিয়েছেন। জিআরপি, আরএনবি ও স্টেশন মাস্টারের অনুমতিতেই পাথরগুলো বাড়িতে এনেছি। সেগুলো দিয়ে বাড়ির কাজ করাব।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, পাথর চুরির কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। চুরির সঙ্গে রেলওয়ে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, পাথর চুরির বিষয়টি আমার জানা নেই। রেলওয়ের স্টেশন ইয়ার্ড থেকে কাউকে পাথর নিয়ে যাওয়ার অনুমতির প্রশ্নই আসেনা। যদি কেউ এমনটি বলে থাকে তাহলে তিনি মিথ্যা বলেছেন। তিনি আরও বলেন, চুরির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৪ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে