Ajker Patrika

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি টঙ্গী থেকে গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি টঙ্গী থেকে গ্রেপ্তার
গ্রেপ্তার প্রশান্ত কুমার রায়। ছবি : আজকের পত্রিকা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে নেত্রকোনায় সাত-আটটি নাশকতার মামলা রয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ জুন নেত্রকোনা শহরে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন আরও ১০-১২ জন দলীয় নেতা-কর্মী।

এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশান্ত রায়ের বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত