কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৭ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৮ ঘণ্টা আগে