Ajker Patrika

জমি নিয়ে বিরোধ: ঈদের ছুটিতে এসে প্রতিপক্ষের একজনকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২০: ৩৮
জমি নিয়ে বিরোধ: ঈদের ছুটিতে এসে প্রতিপক্ষের একজনকে পিটিয়ে হত্যা

নেত্রকোনার খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জীবন সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। 

জীবন সরকার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের নতুনপাড়ার বাসিন্দা। 

খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জীবন সরকারের বাড়ির পাশের জায়গা দখলে রেখেছেন প্রতিবেশী নিহার চৌধুরী, নারায়ণ চৌধুরী ও নরোত্তম চৌধুরী। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দেনদরবার হলেও মীমাংসা হয়নি। নিহার, নারায়ণ ও নরোত্তম ঢাকায় থাকেন। এবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন তাঁরা। 

আজ বিকেলে জায়গা নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ায় উভয়পক্ষ। একপর্যায়ে ওই তিন ভাই লাঠি নিয়ে হামলা চালায় জীবন সরকারের ওপর। তাঁদের লাঠির আঘাতে গুরুতর আহত হয় বৃদ্ধ জীবন সরকার। পরে তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব দত্ত জীবন সরকারকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। এমনকি তাঁদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা। 

খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত