পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে জালিয়াতির মাধ্যমে দুই গ্রাহকের ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্র নামে দুই ভুক্তভোগী গ্রাহক পলাশ থানায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কাস্টমার সার্ভিস ম্যানেজারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে কল করে জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্রকে তাদের অ্যাকাউন্টের এটিএম কার্ড বিষয়ে হেড অফিসের এক কর্মকর্তাকে তথ্য দেওয়ার কথা জানায়। এর পরপরই এক ব্যক্তি তাদের ফোন নম্বরে কল করে হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ক্রেডিট কার্ডের গোপন তথ্য নিয়ে নেয়। এতে ওই দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা খোয়া যায়।
ভুক্তভোগী জিয়াউল হক বলেন, ‘গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে আমাকে কল দেন। এ সময় তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যে হেড অফিস থেকে আমার মোবাইল ফোনে ফোন করা হবে এবং আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেটের কাজ করা হবে। এর কিছুক্ষণ পরই আমার ফোনে একটি নম্বর থেকে কল আসে এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য নেয়। পরে দেখি আমার হিসাব থেকে চার ধাপে ১ লাখ টাকা তোলা হয়েছে। হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে যিনি কল করেছিল, তিনি ফোন করে প্রথমেই বলেছিল ঘোড়াশাল শাখা থেকে ক্রেডিট কার্ড আপডেটের তথ্যের বিষয়টি জানিয়েছিল কিনা। তাই সরল বিশ্বাসে সব তথ্য দিয়ে দেই।’
একই ভাবে প্রতারণার শিকার দেবল চন্দ্র মিত্র বলেন, ‘সকালে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে দিয়ে সোমা সাহা আমার ফোন নম্বর সংগ্রহ করেন। পরে তিনি আমাকে একইভাবে কল করে ক্রেডিট কার্ডের তথ্য আপডেটের বিষয়টি জানায়। আমিও সরল বিশ্বাসে ওই ব্যক্তিকে সব তথ্য জানাই। এরপর আমার হিসাব থেকে তিন ধাপে ৭৫ হাজার টাকা উত্তোলন দেখায়। টাকা উঠিয়ে নেওয়ার বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু শাখা ব্যবস্থাপক আমাদের কোন উত্তর দেয়নি। তিনি শুধু বলেছেন প্রতারক চক্র আমাদের হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে। অথচ আমরা ব্যাংক কর্মকর্তার পরামর্শেই এসব তথ্য দিয়েছিলাম। পরে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই।’
এদিকে ওই ব্যাংকের ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক আমান উল্লাহ খান ও কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে হেড অফিসের অনুমতি ব্যতীত কথা বলতে রাজি হয়নি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে জালিয়াতির মাধ্যমে দুই গ্রাহকের ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্র নামে দুই ভুক্তভোগী গ্রাহক পলাশ থানায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কাস্টমার সার্ভিস ম্যানেজারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে কল করে জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্রকে তাদের অ্যাকাউন্টের এটিএম কার্ড বিষয়ে হেড অফিসের এক কর্মকর্তাকে তথ্য দেওয়ার কথা জানায়। এর পরপরই এক ব্যক্তি তাদের ফোন নম্বরে কল করে হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ক্রেডিট কার্ডের গোপন তথ্য নিয়ে নেয়। এতে ওই দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা খোয়া যায়।
ভুক্তভোগী জিয়াউল হক বলেন, ‘গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে আমাকে কল দেন। এ সময় তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যে হেড অফিস থেকে আমার মোবাইল ফোনে ফোন করা হবে এবং আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেটের কাজ করা হবে। এর কিছুক্ষণ পরই আমার ফোনে একটি নম্বর থেকে কল আসে এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য নেয়। পরে দেখি আমার হিসাব থেকে চার ধাপে ১ লাখ টাকা তোলা হয়েছে। হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে যিনি কল করেছিল, তিনি ফোন করে প্রথমেই বলেছিল ঘোড়াশাল শাখা থেকে ক্রেডিট কার্ড আপডেটের তথ্যের বিষয়টি জানিয়েছিল কিনা। তাই সরল বিশ্বাসে সব তথ্য দিয়ে দেই।’
একই ভাবে প্রতারণার শিকার দেবল চন্দ্র মিত্র বলেন, ‘সকালে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে দিয়ে সোমা সাহা আমার ফোন নম্বর সংগ্রহ করেন। পরে তিনি আমাকে একইভাবে কল করে ক্রেডিট কার্ডের তথ্য আপডেটের বিষয়টি জানায়। আমিও সরল বিশ্বাসে ওই ব্যক্তিকে সব তথ্য জানাই। এরপর আমার হিসাব থেকে তিন ধাপে ৭৫ হাজার টাকা উত্তোলন দেখায়। টাকা উঠিয়ে নেওয়ার বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু শাখা ব্যবস্থাপক আমাদের কোন উত্তর দেয়নি। তিনি শুধু বলেছেন প্রতারক চক্র আমাদের হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে। অথচ আমরা ব্যাংক কর্মকর্তার পরামর্শেই এসব তথ্য দিয়েছিলাম। পরে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই।’
এদিকে ওই ব্যাংকের ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক আমান উল্লাহ খান ও কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে হেড অফিসের অনুমতি ব্যতীত কথা বলতে রাজি হয়নি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে