রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’
নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’
নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে