নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (৩৫) নামের রূপালী ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আসমা আক্তার রুপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন তিনি। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বেসরকারি চাকরিজীবী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। সন্ধ্যা ৭টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে উপস্থিত স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ফারহানা আহমেদ জানান, ‘আসমা আক্তার নামের ওই নারীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।’
আসমার ছোট ভাই বিল্লাল হোসেন জানান, ছুটির দিন হওয়ায় স্বামী-স্ত্রী মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে গিয়েছিলেন। ফেরার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গাড়ির চাপায় তাঁর আপা মারা গেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি, অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (৩৫) নামের রূপালী ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আসমা আক্তার রুপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন তিনি। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বেসরকারি চাকরিজীবী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। সন্ধ্যা ৭টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে উপস্থিত স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ফারহানা আহমেদ জানান, ‘আসমা আক্তার নামের ওই নারীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।’
আসমার ছোট ভাই বিল্লাল হোসেন জানান, ছুটির দিন হওয়ায় স্বামী-স্ত্রী মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে গিয়েছিলেন। ফেরার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গাড়ির চাপায় তাঁর আপা মারা গেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি, অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে