নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৫ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
২০ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে