নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।

নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে