রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে (রিমান্ড) থাকা হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে, যার গলায় ‘মোটা দাগ’ রয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।
পুলিশ বলছে, নিজের ‘পরনের শার্ট দিয়ে’ গলায় ফাঁস লাগিয়ে ওই ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন। এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সাংবাদিকদের বলেন, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রায়পুরা থানা হাজতের ওয়াশরুমের ভেতরে ‘জানালার রডের সঙ্গে নিজের পরণের’ শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায়’ তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
“কীভাবে ঘটনা ঘটছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল করা হচ্ছে। রায়পুরা থানার পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, হাসপাতালের সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন।
‘শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় মোটা দাগ রয়েছে।’
রায়পুরা পুলিশের হেফাজতে এই মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে নরসিংদী জেলা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে স্ত্রী লাভলী বেগমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে। এতে তার স্ত্রীর মৃত্যু হলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মা মালেকা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করার পর গত সোমবার বিকেলে ফরিদপুরের সদরপুরের আটরশি দরবার শরিফের পাশ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায় নরসিংদীর আদালত।

নরসিংদীর রায়পুরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে (রিমান্ড) থাকা হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে, যার গলায় ‘মোটা দাগ’ রয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।
পুলিশ বলছে, নিজের ‘পরনের শার্ট দিয়ে’ গলায় ফাঁস লাগিয়ে ওই ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন। এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সাংবাদিকদের বলেন, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রায়পুরা থানা হাজতের ওয়াশরুমের ভেতরে ‘জানালার রডের সঙ্গে নিজের পরণের’ শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায়’ তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
“কীভাবে ঘটনা ঘটছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল করা হচ্ছে। রায়পুরা থানার পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, হাসপাতালের সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন।
‘শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় মোটা দাগ রয়েছে।’
রায়পুরা পুলিশের হেফাজতে এই মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে নরসিংদী জেলা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে স্ত্রী লাভলী বেগমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে। এতে তার স্ত্রীর মৃত্যু হলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মা মালেকা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করার পর গত সোমবার বিকেলে ফরিদপুরের সদরপুরের আটরশি দরবার শরিফের পাশ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায় নরসিংদীর আদালত।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩০ মিনিট আগে