
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দড়িকান্দি গ্রামের শাহজাহান মিয়া, মামুন মিয়া ও বাবু নামের তিন ব্যক্তি কয়েক মাস আগে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য পদচারী সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণ করে নারায়ণগঞ্জ সওজ। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই সেতুর পাশে পরিত্যক্ত জায়গায় আওয়ামী লীগ নেতা পরিচয়ে ওই তিন ব্যক্তি ৮-১০টি দোকানঘর নির্মাণ করেন। প্রতিটি দোকান থেকে অগ্রিম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এসব দোকান থেকে প্রতি মাসে তাঁরা ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ভাড়া তুলছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজেদের আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেও দলটিতে শাহজাহান, মামুন বা বাবুর কোনো পদ-পদবি নেই। তবু এই পরিচয়েই পুরো ইউনিয়নে প্রভাব দেখান তাঁরা।
গত সোমবার দড়িকান্দি এলাকায় দেখা যায়, সেতুর নিচের পূর্বাংশে সওজের জায়গায় টিনশেড দোকান করে ভাড়া দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অগ্রিম ও ভাড়া দোকান নিয়ে বিভিন্ন ধরনের মালামাল সাজিয়ে বসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দড়িকান্দি এলাকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গাতে শাহজাহানের নেতৃত্বে কয়েকজন দোকানঘর নির্মাণ করে ভাড়া খাচ্ছেন। তাঁরা একটু সরকারি জায়গা পেলেও সেটা দখল করে নেন। এসব দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই।’
জানতে চাইলে সওজের ওই জমির এক দোকানি কামাল হোসেন বলেন, ‘আমরা অগ্রিম টাকা দিয়ে দোকান নিয়েছি। সরকারি জায়গা কি না, আমার জানা নেই।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ সরকারি জায়গা দখল করে চাঁদাবাজি করলে এর দায়ভার আমরা নেব না।’
এ বিষয়ে শাহজাহান এবং মামুনের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।
অভিযুক্ত বাবু মোবাইল ফোনে বলেন, স্ট্যান্ডের দোকানগুলো শাহজাহান মিয়া নির্মাণ করেছেন। বাবুর দাবি, দখলে থাকা এসব দোকানের আয় থেকে বাসস্ট্যান্ড মসজিদের খরচ ও ইমামের বেতন দেওয়া হয়। তবে তাঁরা এ জায়গা লিজ (ইজারা) নেননি বলেও জানান বাবু।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, ‘মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় সওজের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি, দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সওজের জায়গায় গড়ে ওঠা এই অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘দখলদাররা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সওজের পক্ষ থেকে উচ্ছেদে সহযোগিতার জন্য চিঠি পেয়েছি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দড়িকান্দি গ্রামের শাহজাহান মিয়া, মামুন মিয়া ও বাবু নামের তিন ব্যক্তি কয়েক মাস আগে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য পদচারী সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণ করে নারায়ণগঞ্জ সওজ। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই সেতুর পাশে পরিত্যক্ত জায়গায় আওয়ামী লীগ নেতা পরিচয়ে ওই তিন ব্যক্তি ৮-১০টি দোকানঘর নির্মাণ করেন। প্রতিটি দোকান থেকে অগ্রিম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এসব দোকান থেকে প্রতি মাসে তাঁরা ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ভাড়া তুলছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজেদের আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেও দলটিতে শাহজাহান, মামুন বা বাবুর কোনো পদ-পদবি নেই। তবু এই পরিচয়েই পুরো ইউনিয়নে প্রভাব দেখান তাঁরা।
গত সোমবার দড়িকান্দি এলাকায় দেখা যায়, সেতুর নিচের পূর্বাংশে সওজের জায়গায় টিনশেড দোকান করে ভাড়া দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অগ্রিম ও ভাড়া দোকান নিয়ে বিভিন্ন ধরনের মালামাল সাজিয়ে বসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দড়িকান্দি এলাকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গাতে শাহজাহানের নেতৃত্বে কয়েকজন দোকানঘর নির্মাণ করে ভাড়া খাচ্ছেন। তাঁরা একটু সরকারি জায়গা পেলেও সেটা দখল করে নেন। এসব দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই।’
জানতে চাইলে সওজের ওই জমির এক দোকানি কামাল হোসেন বলেন, ‘আমরা অগ্রিম টাকা দিয়ে দোকান নিয়েছি। সরকারি জায়গা কি না, আমার জানা নেই।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ সরকারি জায়গা দখল করে চাঁদাবাজি করলে এর দায়ভার আমরা নেব না।’
এ বিষয়ে শাহজাহান এবং মামুনের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।
অভিযুক্ত বাবু মোবাইল ফোনে বলেন, স্ট্যান্ডের দোকানগুলো শাহজাহান মিয়া নির্মাণ করেছেন। বাবুর দাবি, দখলে থাকা এসব দোকানের আয় থেকে বাসস্ট্যান্ড মসজিদের খরচ ও ইমামের বেতন দেওয়া হয়। তবে তাঁরা এ জায়গা লিজ (ইজারা) নেননি বলেও জানান বাবু।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, ‘মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় সওজের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি, দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সওজের জায়গায় গড়ে ওঠা এই অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘দখলদাররা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সওজের পক্ষ থেকে উচ্ছেদে সহযোগিতার জন্য চিঠি পেয়েছি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৬ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৭ মিনিট আগে