নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’
এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’
এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৯ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২০ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে