Ajker Patrika

সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫
গ্রেপ্তার পাঁচ ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচরের আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দির ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া ও তাঁর বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেলে করে বালু ব্যবসার কাজে দড়িকান্দি এলাকায় যান। সেখানে চার থেকে পাঁচজন সশস্ত্র যুবক তাঁদের গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান এবং শারীরিক নির্যাতন করেন।

অপহরণকারীরা তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেন এবং পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বাধীন মিয়া ও ফয়সাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অন্য তিনজন—রাব্বানী, সাজ্জাদ ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত