নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘নারায়ণগঞ্জের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে শীতলক্ষ্যাকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। কিন্তু শীতলক্ষ্যাকে আমাদের বাঁচাতেই হবে। নদীর পাড়ে বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে। ঘনবসতিপূর্ণ স্থানে এতগুলো সিমেন্ট কারখানা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে শ্বাসকষ্ট ও চর্মরোগ বেড়ে যাচ্ছে।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে উচ্চ রক্তচাপ, স্থূলতা পরীক্ষা ও শনাক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘সবখানে ক্যানসারের হার বেড়ে যাচ্ছে। এর কারণ খুঁজতে হবে। আমরা যেই পানি পান করছি তা যথেষ্ট বিশুদ্ধ না। নদীর পানি পরিশোধিত করছি কিন্তু সেটাও যথেষ্ট নয়। যেই খাবার খাচ্ছি সেখানে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সবকিছু মিলিয়ে আমরা এক অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি। উন্নয়নের তাগিদে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে জোড় দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনেকগুলো কাজ করেছে।’
মেয়র আইভী বলেন, করোনার পর থেকে অনেকেই স্বাস্থ্য খাতে কাজ করতে চাইছে। কিন্তু প্রতিটি জেলা উপজেলায় হাসপাতাল আধুনিক করা নিয়ে চিন্তা করছে না। কোনো দেশের জনস্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশ পিছিয়ে পড়ে। মানুষের কর্মক্ষমতা কমে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। দেখা যায় শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকে।
মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধানে কাজ করব। যার যার অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে আমরা এগিয়ে যেতে পারব না।’

‘নারায়ণগঞ্জের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে শীতলক্ষ্যাকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। কিন্তু শীতলক্ষ্যাকে আমাদের বাঁচাতেই হবে। নদীর পাড়ে বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে। ঘনবসতিপূর্ণ স্থানে এতগুলো সিমেন্ট কারখানা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে শ্বাসকষ্ট ও চর্মরোগ বেড়ে যাচ্ছে।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে উচ্চ রক্তচাপ, স্থূলতা পরীক্ষা ও শনাক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘সবখানে ক্যানসারের হার বেড়ে যাচ্ছে। এর কারণ খুঁজতে হবে। আমরা যেই পানি পান করছি তা যথেষ্ট বিশুদ্ধ না। নদীর পানি পরিশোধিত করছি কিন্তু সেটাও যথেষ্ট নয়। যেই খাবার খাচ্ছি সেখানে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সবকিছু মিলিয়ে আমরা এক অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি। উন্নয়নের তাগিদে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে জোড় দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনেকগুলো কাজ করেছে।’
মেয়র আইভী বলেন, করোনার পর থেকে অনেকেই স্বাস্থ্য খাতে কাজ করতে চাইছে। কিন্তু প্রতিটি জেলা উপজেলায় হাসপাতাল আধুনিক করা নিয়ে চিন্তা করছে না। কোনো দেশের জনস্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশ পিছিয়ে পড়ে। মানুষের কর্মক্ষমতা কমে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। দেখা যায় শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকে।
মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধানে কাজ করব। যার যার অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে আমরা এগিয়ে যেতে পারব না।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে