নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’
আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’
আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে