সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের তুলনায় যাত্রীদের চাপ বেশি লক্ষ করা গেছে। মিলছে না বাসের টিকিটও। বেশির ভাগ ঘরমুখী যাত্রীদের বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ছাদে করেও গ্রামে যাচ্ছে ঘরমুখী মানুষ। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় আজকে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের তুলনায় যাত্রী বেশি। তাই টিকিট কাউন্টারগুলোতেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছে না। গতকালের তুলনায় আজ যাত্রীদের চাপ বেশি রয়েছে। এদিকে চাপ বাড়লেও মহাসড়কে নেই কোনো যানজট।
বিল্লাল হোসেন নামের একজন গার্মেন্টস কর্মী বলেন, ‘বছরে দুইটা ঈদ, সারা বছর তো ঢাকাতেই কাটাই। তাই কোরবানির ঈদটা গ্রামে পরিবারের লগে করমু বইলা যাইতাছি। ছুটি মাত্র চার দিন, তাই আবার তাড়াতাড়ি ফিইরা আসতে হইব।’
শিল্পী বেগম নামে এক যাত্রী বলেন, ‘ঈদের সময় গ্রামের বাড়ি একা গেলে ভোগান্তিও কষ্ট মনে হয় না। কিন্তু ছোট শিশুদের নিয়ে রাস্তায় বের হলে বোঝা যায় কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়।’
আব্দুর রহিম নামে এক যাত্রী বলেন, ‘দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কুমিল্লার বাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে পিকআপে করে কুমিল্লায় যাচ্ছি।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের ৩৫টি টিম কাজ করে যাচ্ছে। প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশ থাকবে। আশা করছি এবারের ঈদযাত্রা সবার ভালো হবে।

কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের তুলনায় যাত্রীদের চাপ বেশি লক্ষ করা গেছে। মিলছে না বাসের টিকিটও। বেশির ভাগ ঘরমুখী যাত্রীদের বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ছাদে করেও গ্রামে যাচ্ছে ঘরমুখী মানুষ। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় আজকে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের তুলনায় যাত্রী বেশি। তাই টিকিট কাউন্টারগুলোতেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছে না। গতকালের তুলনায় আজ যাত্রীদের চাপ বেশি রয়েছে। এদিকে চাপ বাড়লেও মহাসড়কে নেই কোনো যানজট।
বিল্লাল হোসেন নামের একজন গার্মেন্টস কর্মী বলেন, ‘বছরে দুইটা ঈদ, সারা বছর তো ঢাকাতেই কাটাই। তাই কোরবানির ঈদটা গ্রামে পরিবারের লগে করমু বইলা যাইতাছি। ছুটি মাত্র চার দিন, তাই আবার তাড়াতাড়ি ফিইরা আসতে হইব।’
শিল্পী বেগম নামে এক যাত্রী বলেন, ‘ঈদের সময় গ্রামের বাড়ি একা গেলে ভোগান্তিও কষ্ট মনে হয় না। কিন্তু ছোট শিশুদের নিয়ে রাস্তায় বের হলে বোঝা যায় কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়।’
আব্দুর রহিম নামে এক যাত্রী বলেন, ‘দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কুমিল্লার বাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে পিকআপে করে কুমিল্লায় যাচ্ছি।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের ৩৫টি টিম কাজ করে যাচ্ছে। প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশ থাকবে। আশা করছি এবারের ঈদযাত্রা সবার ভালো হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে