Ajker Patrika

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার রাতে সদর থানা এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আলম চাঁন (২৯), শরীফ (২০) ফাহিম (২০), নাছির আহম্মেদ (৩৭) ও রতন হাওলাদার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। ওই সময় আসামি গ্রেপ্তারের পর ছিনিয়ে নিতে হামলা চালায় তাদের স্বজন ও সহযোগীরা।

এ সময় রিপন (২৫), লাল চাঁন (২৫), তানভীর (২২), রিফাত (২৩), আলামিন (৩৩), শাহিনুর বেগম (৫৭), আলো বেগম (৪০), স্বপন (৩২), বাবু (২২), আলী জানসহ (৫২) অজ্ঞাতনামা ১৫ / ২০ জন পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

ওসি নাছির উদ্দিন আরও বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ১৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আলম চান পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। আসামিদের আজ (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত