
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন ও ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দোকানি নিগেন্দ্র কর (২২)। আহত দোকানি নিগেন্দ্র কর এখন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নিগেন্দ্র কর কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুমড়াকাপন এলাকার নিপেন্দ্র করের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হলেন স্থানীয় স্বপন মিয়া ও তার কয়েকজন সহযোগী।
স্থানীয়রা বলছে, স্থানীয় বখাটে যুবক স্বপন মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা নিগেন্দ্র করকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বপন মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত হুছন মিয়ার ছেলে। স্বপন মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিসও হয়েছে। তার নেতৃত্বে একদল বখাটের কারণে আতঙ্কে থাকে স্থানীয় নিরীহ পরিবারগুলো।
আহত দোকানি নিগেন্দ্র কর বলেন, স্বপন মিয়া প্রায়ই তাঁর দোকানে এসে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যায়। শুক্রবার সন্ধ্যায় সহযোগীদের নিয়ে স্বপন তার বাড়ির সামনের দোকানে এসে বাকিতে সিগারেট চায়। তখন বাকিতে সিগারেট দিতে না চাওয়ায় স্বপন ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর স্বপনের নির্দেশে তার সহযোগীরা নিগেন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলুসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিগেন্দ্র কর জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর তাঁর পিঠের বিভিন্ন স্থানে ৮২টি সেলাই দিতে হয়েছে। ভয়ে তিনি এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে হামলাকারী বখাটেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে তিনি দোকানীর পরিবারকে সহায়তা করবেন।
এ ঘটনায় অভিযুক্ত স্বপন মিয়ার সঙ্গে যোগাযোগের করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন ও ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দোকানি নিগেন্দ্র কর (২২)। আহত দোকানি নিগেন্দ্র কর এখন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নিগেন্দ্র কর কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুমড়াকাপন এলাকার নিপেন্দ্র করের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হলেন স্থানীয় স্বপন মিয়া ও তার কয়েকজন সহযোগী।
স্থানীয়রা বলছে, স্থানীয় বখাটে যুবক স্বপন মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা নিগেন্দ্র করকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বপন মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত হুছন মিয়ার ছেলে। স্বপন মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিসও হয়েছে। তার নেতৃত্বে একদল বখাটের কারণে আতঙ্কে থাকে স্থানীয় নিরীহ পরিবারগুলো।
আহত দোকানি নিগেন্দ্র কর বলেন, স্বপন মিয়া প্রায়ই তাঁর দোকানে এসে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যায়। শুক্রবার সন্ধ্যায় সহযোগীদের নিয়ে স্বপন তার বাড়ির সামনের দোকানে এসে বাকিতে সিগারেট চায়। তখন বাকিতে সিগারেট দিতে না চাওয়ায় স্বপন ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর স্বপনের নির্দেশে তার সহযোগীরা নিগেন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলুসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিগেন্দ্র কর জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর তাঁর পিঠের বিভিন্ন স্থানে ৮২টি সেলাই দিতে হয়েছে। ভয়ে তিনি এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে হামলাকারী বখাটেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে তিনি দোকানীর পরিবারকে সহায়তা করবেন।
এ ঘটনায় অভিযুক্ত স্বপন মিয়ার সঙ্গে যোগাযোগের করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৭ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে