Ajker Patrika

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ৪০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা–পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত