মাদারীপুর প্রতিনিধি

পদ্মা সেতু ঘিরে প্রধানমন্ত্রীসহ যেকোনো বিষয়ে কোনো থ্রেট থাকলে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা মোকাবিলা করব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
বেনজির আহমেদ বলেন, ‘পদ্মা সেতু জাতীয় বিষয়। এটাকে কেন্দ্র করে সারা দেশ উদ্যাপন করছে। আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও উৎসব করা হবে। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি অনুষ্ঠান নিবিড়ভাবে দেখভাল করছি, যাতে কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে।’
এ সময় তিনি উদ্যাপনের নানা দিক এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেন। আইজিপি বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের দেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় রয়েছে। তাই যে কোনো হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।’ এ সময় তিনি সভাস্থল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। ঘাট এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে।

পদ্মা সেতু ঘিরে প্রধানমন্ত্রীসহ যেকোনো বিষয়ে কোনো থ্রেট থাকলে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা মোকাবিলা করব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
বেনজির আহমেদ বলেন, ‘পদ্মা সেতু জাতীয় বিষয়। এটাকে কেন্দ্র করে সারা দেশ উদ্যাপন করছে। আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও উৎসব করা হবে। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি অনুষ্ঠান নিবিড়ভাবে দেখভাল করছি, যাতে কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে।’
এ সময় তিনি উদ্যাপনের নানা দিক এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেন। আইজিপি বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের দেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় রয়েছে। তাই যে কোনো হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।’ এ সময় তিনি সভাস্থল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। ঘাট এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে