লালমনিরহাট প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে