কুষ্টিয়া প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি কম। এমনকি সময় বাড়ার সঙ্গেও এর কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা মিলছে না। সকাল সাড়ে ১০টায় ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টায়ও পাটিকাবাড়ী ইউনিয়নের ৪৯ নম্বর মাজিলা সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে কোনো ভোট পোল না হওয়ার খবর পাওয়া গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাকিব উদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৮০। আড়াই ঘণ্টায় এখানে ৩ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া ৯ নম্বর বুথে এই সময়ে একটি ভোটও পোল হয়নি। এই বুথে ভোটার রয়েছেন ৪১০ জন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
এদিকে সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে চারটি ভোট পোল হওয়ার খবর পাওয়া গেছে। আতা মাহবুবউল আলম হানিফ এমপির চাচাতো ভাই। আর নির্বাচনী প্রচারের শেষ দিনে হামলায় আহত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু আহাদ আল মামুনের কোনো এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি।
বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, রাতে বৃষ্টি হয়েছে, এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে।
তবে ভিন্ন কথা বলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন। তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর যদি হামলা হয়, তাহলে সাধারণ ভোটাররা কোনো সাহসে ভোটকেন্দ্রে যাবে?’
কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট না দেওয়ার ব্যাপারে এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, প্রচারের শেষ দিনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জোর করে রিলিজ নিয়ে ভোটের মাঠে নেমেছি সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য। যেখানে আমার নিরাপত্তা নেই, সেখানে আমার পোলিং এজেন্টের নিরাপত্তা কে দেবে?’
অন্যদিকে সদর ছাড়াও খোকসা উপজেলায় জমজমাট ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি কম। এমনকি সময় বাড়ার সঙ্গেও এর কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা মিলছে না। সকাল সাড়ে ১০টায় ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টায়ও পাটিকাবাড়ী ইউনিয়নের ৪৯ নম্বর মাজিলা সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে কোনো ভোট পোল না হওয়ার খবর পাওয়া গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাকিব উদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৮০। আড়াই ঘণ্টায় এখানে ৩ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া ৯ নম্বর বুথে এই সময়ে একটি ভোটও পোল হয়নি। এই বুথে ভোটার রয়েছেন ৪১০ জন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
এদিকে সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে চারটি ভোট পোল হওয়ার খবর পাওয়া গেছে। আতা মাহবুবউল আলম হানিফ এমপির চাচাতো ভাই। আর নির্বাচনী প্রচারের শেষ দিনে হামলায় আহত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু আহাদ আল মামুনের কোনো এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি।
বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, রাতে বৃষ্টি হয়েছে, এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে।
তবে ভিন্ন কথা বলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন। তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর যদি হামলা হয়, তাহলে সাধারণ ভোটাররা কোনো সাহসে ভোটকেন্দ্রে যাবে?’
কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট না দেওয়ার ব্যাপারে এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, প্রচারের শেষ দিনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জোর করে রিলিজ নিয়ে ভোটের মাঠে নেমেছি সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য। যেখানে আমার নিরাপত্তা নেই, সেখানে আমার পোলিং এজেন্টের নিরাপত্তা কে দেবে?’
অন্যদিকে সদর ছাড়াও খোকসা উপজেলায় জমজমাট ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
২৪ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে