কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কুপিয়ে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের হাত বিচ্ছিন্ন করার ঘটনার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধূয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিমুদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মোহাইমিন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) এবং গোলাপ শেখের ছেলে মুকুল (৪২)।
আজ শনিবার বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে গত ৩১ মে দুপুর ২টার সময় পরিকল্পিতভাবে এই হামলা চালায় আসামিরা। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে হাসিবুর বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কমান্ডার আরও বলেন, গত ৩১ মে দুপুরে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন তোফাজ্জেল বিশ্বাস। এ সময় তিনি সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পনা মোতাবেক আগে থেকে ওত পেতে থাকা এজাহার নামীয় আসামিরা তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাঁর ডান হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এইঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আহত কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।

কুষ্টিয়ায় কুপিয়ে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের হাত বিচ্ছিন্ন করার ঘটনার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধূয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিমুদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মোহাইমিন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) এবং গোলাপ শেখের ছেলে মুকুল (৪২)।
আজ শনিবার বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে গত ৩১ মে দুপুর ২টার সময় পরিকল্পিতভাবে এই হামলা চালায় আসামিরা। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে হাসিবুর বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কমান্ডার আরও বলেন, গত ৩১ মে দুপুরে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন তোফাজ্জেল বিশ্বাস। এ সময় তিনি সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পনা মোতাবেক আগে থেকে ওত পেতে থাকা এজাহার নামীয় আসামিরা তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাঁর ডান হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এইঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আহত কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে