Ajker Patrika

খোকসায় চার ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
খোকসায় চার ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া খোকসায় দিবাগত রাত ২টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ছোট ভাইকে দেখতে গিয়ে চার ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাইয়ের বোনের ছেলে লালু শাহ জানান, রাত দেড়টার দিকে ছোট মামা সাল্লেক শাহ (৬৫) বাড়িতে অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর শুনে আজ ভোরে মৃত ছোট ভাইকে দেখতে যান বড় ভাই মালেক শাহ (৭০)। সেখানে তিনি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, নিহত দুই ভাইয়ের বাবার নাম মৃত করিম শাহ। 

নিহত মালেকের স্ত্রী আকলিমা জানান, রাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর মালেককে জানানো হয়নি। ভোরে ঘুম ভাঙার পর খবর শুনে প্রতিবেশীর বাড়িতে রাখা ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে ছুটে যান। সেখানে অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত