কিশোরগঞ্জ প্রতিনিধি

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। আজ বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৬৩৭ টাকা। পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার ৬৫০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৭৬৮ টাকা। প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ১২ লাখ ২৫ হাজার ৭১ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা ৯৮ হাজার ৫০০ টাকা। বাজেটে ৫৬ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেটে রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা। পানি সরবরাহ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৭৬৮ টাকা। প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২৬৬ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৯০ লাখ টাকা।
কিশোরগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, নালা, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহর অবকাঠামো উন্নয়নকরণ, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ, পরিচ্ছন্নতা ও ডাম্পিং ডিপো নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, মাহমুদা আক্তার ও মুনতাহা আক্তার শাওন, পৌর কাউন্সিলর মো. সুলতান মিয়া, ইসমাঈল হোসেন ইদু ও মো. সাইফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির বাপ্পী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। আজ বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৬৩৭ টাকা। পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার ৬৫০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৭৬৮ টাকা। প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ১২ লাখ ২৫ হাজার ৭১ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা ৯৮ হাজার ৫০০ টাকা। বাজেটে ৫৬ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেটে রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা। পানি সরবরাহ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৭৬৮ টাকা। প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২৬৬ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৯০ লাখ টাকা।
কিশোরগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, নালা, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহর অবকাঠামো উন্নয়নকরণ, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ, পরিচ্ছন্নতা ও ডাম্পিং ডিপো নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, মাহমুদা আক্তার ও মুনতাহা আক্তার শাওন, পৌর কাউন্সিলর মো. সুলতান মিয়া, ইসমাঈল হোসেন ইদু ও মো. সাইফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির বাপ্পী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে