Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ভর্তি-ইচ্ছুক ৯৭ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন রেকর্ড ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ৩১৯টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ১৭৯টি। ‘বি’ ইউনিটে অর্থাৎ জীববিজ্ঞান স্কুলে ২৮১টি আসনের বিপরীতে ২৭ হাজার ৯১৯টি।

‘সি’ ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুলে ৪১৫টি আসনের মোট আবেদন করেছে ৩৪ হাজার ৪৩৯ জন। এ ছাড়া ‘ডি’ ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে ৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ১৪৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

এর আগে গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন চলে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। এ বছর গুচ্ছ থেকে বের হয়ে খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল (সি, ডি ইউনিট) ও ১৮ এপ্রিল (এ ও বি ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...