খুলনা প্রতিনিধি

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আমিই প্রথম তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়ে বিজয়ী হয়েছি। বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে। আমি আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবসময়ই গরীব-দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থীতা নিয়ে আসবো। তিনি আমাকে প্রার্থী করবেন সেই আশা রয়েছে। এমনটাই বলছিলেন খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি (৪৩)।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচনে তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হন।
তিনি চারজন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীকে নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট।
ডুমুরিয়ার ৬ নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, মানুষের ভালোবাসা আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সেইভাবে কাজ করেনি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। জনগনের পাশে দাড়ানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখন জনগনের জন্য কিছু করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।
শাহিদা বলেন, সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সকল ভোটারদের কাছে আমি ঋণী। একই সাথে ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলের সহযোগিতায় জনগনের পাশে থেকে কাজ করে যাবো।
তৃতীয় লিঙ্গের ভোটার মুক্তা মনি বলেন, শাহিদা বিবি নির্বাচিত হওয়ায় আনন্দ লাগছে। তাঁর বিজয়ে আমরা খুশি। এর আগে সাতক্ষীরায় আমাদের একজন ইউপি সদস্য নির্বাচিত হয়। আর খুলনায় প্রথম শাহিদা বিবি ইউপি সদস্য নির্বাচিত হলেন। এটা আমাদের জন্য গর্বের।

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আমিই প্রথম তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়ে বিজয়ী হয়েছি। বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে। আমি আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবসময়ই গরীব-দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থীতা নিয়ে আসবো। তিনি আমাকে প্রার্থী করবেন সেই আশা রয়েছে। এমনটাই বলছিলেন খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি (৪৩)।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচনে তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হন।
তিনি চারজন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীকে নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট।
ডুমুরিয়ার ৬ নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, মানুষের ভালোবাসা আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সেইভাবে কাজ করেনি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। জনগনের পাশে দাড়ানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখন জনগনের জন্য কিছু করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।
শাহিদা বলেন, সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সকল ভোটারদের কাছে আমি ঋণী। একই সাথে ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলের সহযোগিতায় জনগনের পাশে থেকে কাজ করে যাবো।
তৃতীয় লিঙ্গের ভোটার মুক্তা মনি বলেন, শাহিদা বিবি নির্বাচিত হওয়ায় আনন্দ লাগছে। তাঁর বিজয়ে আমরা খুশি। এর আগে সাতক্ষীরায় আমাদের একজন ইউপি সদস্য নির্বাচিত হয়। আর খুলনায় প্রথম শাহিদা বিবি ইউপি সদস্য নির্বাচিত হলেন। এটা আমাদের জন্য গর্বের।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে