কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার (১৯ আগস্ট) তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়ার কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, ‘দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেরাগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু জানাতেন না। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ জন্য একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হতে মরদেহ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার (১৯ আগস্ট) তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়ার কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, ‘দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেরাগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু জানাতেন না। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ জন্য একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হতে মরদেহ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৪৪ মিনিট আগে