Ajker Patrika

খুলনা বিভাগে আরও ৪ জনের মৃত্যু 

প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে আরও ৪ জনের মৃত্যু 

খুলনা বিভাগে করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিভাগে করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৬৬ জনের। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৬ নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ শতাংশ। আর মারা গেছেন দুজন। 

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় দুজন, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। 

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯৩ জন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৪, সাতক্ষীরায় ১২, যশোরে ৩৭, নড়াইলে ৬, মাগুরায় ১১, ঝিনাইদহে ১৬, কুষ্টিয়ায় ৩৫, চুয়াডাঙ্গায় ১৪ ও মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত