প্রতিনিধি, মহালছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ঘাটঘর পাড়া গ্রামের গৃহহীন অসহায় বিধবা কল্পনা চাকমাকে একটি ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভার্চ্যুয়াল ভাবে গঠিত ‘জদাবল’ নামের একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জদবল গ্রুপের প্রধান উদ্যোক্তা সুনেন্টু চাকমার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি বাজার থেকে জদাবল গ্রুপের পক্ষ থেকে সুনেন্টু চাকমার পাঠানো ৪ হাজার টাকায় সাংবাদিক মিল্টন চাকমা’র মাধ্যমে একটি ছাগল কিনে কল্পনা চাকমাকে প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক রত্ন উজ্জল চাকমা, উক্ত এলাকার কর্মী দীপা চাকমা।
সুনেন্টু চাকমা বলেন, কলেজজীবন থেকেই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতেও তিনি অনেকগুলো মানবিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি সেই সংগঠনের সঙ্গে নানা কারণে জড়িত না থাকলেও ভার্চুয়ালভাবে বন্ধুবান্ধবদের নিয়ে মানবিক সহায়তার জন্য ‘জদাবল’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন।
এ গ্রুপের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় “টাকা না দেওয়ায় ঘর জোটেনি” শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কল্পনা চাকমা’র দুরবস্থার কথা জানতে পারেন সুনেন্টু চাকমা। তারপর থেকেই তিনি কল্পনা চাকমাকে সহযোগিতার কথা চিন্তি করেন। এই লক্ষ্যে কল্পনা চাকমাকে ছাগল উপহার প্রদানের সিদ্ধান্ত নেন।
সুনেন্টু বলেন, আমি মনে করি অসহায় বিধবা কল্পনা চাকমা ছাগল পালন করে কিছুটা হলেও অভাব দূর করতে পারবেন। এ ছাড়া কল্পনা চাকমা’র সব সময় খোঁজখবর রাখবেন বলে জানান তিনি।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ঘাটঘর পাড়া গ্রামের গৃহহীন অসহায় বিধবা কল্পনা চাকমাকে একটি ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভার্চ্যুয়াল ভাবে গঠিত ‘জদাবল’ নামের একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জদবল গ্রুপের প্রধান উদ্যোক্তা সুনেন্টু চাকমার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি বাজার থেকে জদাবল গ্রুপের পক্ষ থেকে সুনেন্টু চাকমার পাঠানো ৪ হাজার টাকায় সাংবাদিক মিল্টন চাকমা’র মাধ্যমে একটি ছাগল কিনে কল্পনা চাকমাকে প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক রত্ন উজ্জল চাকমা, উক্ত এলাকার কর্মী দীপা চাকমা।
সুনেন্টু চাকমা বলেন, কলেজজীবন থেকেই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতেও তিনি অনেকগুলো মানবিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি সেই সংগঠনের সঙ্গে নানা কারণে জড়িত না থাকলেও ভার্চুয়ালভাবে বন্ধুবান্ধবদের নিয়ে মানবিক সহায়তার জন্য ‘জদাবল’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন।
এ গ্রুপের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় “টাকা না দেওয়ায় ঘর জোটেনি” শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কল্পনা চাকমা’র দুরবস্থার কথা জানতে পারেন সুনেন্টু চাকমা। তারপর থেকেই তিনি কল্পনা চাকমাকে সহযোগিতার কথা চিন্তি করেন। এই লক্ষ্যে কল্পনা চাকমাকে ছাগল উপহার প্রদানের সিদ্ধান্ত নেন।
সুনেন্টু বলেন, আমি মনে করি অসহায় বিধবা কল্পনা চাকমা ছাগল পালন করে কিছুটা হলেও অভাব দূর করতে পারবেন। এ ছাড়া কল্পনা চাকমা’র সব সময় খোঁজখবর রাখবেন বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে