ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্কুল থেকে আয়রন ট্যাবলেট খাওয়ার পর রেবা নামের এক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে স্কুল থেকে আয়রন ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে সে। এ কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার। তবে আয়রন ট্যাবলেট নাকি শারীরিক অন্য অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা।
মৃত রেবা খাতুন সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে এবং হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ফারজানা, আসমা, সুমাইয়া ও উর্মিলা নামের আরও চার শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। স্কুল পড়ুয়া কিশোরীদের শরীরে আয়রনের ঘাটতি পূরণে ইউনিসেফের অর্থায়নে প্রতি সাত দিন পর পর একজন শিক্ষার্থীকে একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে বলে জানা গেছে।
মৃত রেবা খাতুনের সহপাঠী জান্নাতুল জানায়, সকালে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সকল শ্রেণির ছাত্রীদের একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ান শিক্ষকেরা। এর কিছুক্ষণ পর ১১টার দিকে রেবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। তখন তারা বাজারের একটি ওষুধের দোকানে নিলে তারা দ্রুত সদর হাসপাতালে নিতে বলেন। এরপর হাসপাতালে আনলে চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করেন।
সামিন নামে অপর সহপাঠী বলে, ‘আমরা রেবাকে হাসপাতালে নিয়ে আসার সময় কোনো শিক্ষক ছিল না। তখন ঠিক বুঝতে পারছিলাম না ওকে নিয়ে কি করব! একপর্যায়ে দিশেহারা হয়েই হাসপাতালে নিয়ে আসি। পরে একজন সংবাদ কর্মী বড় ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে রেবার বাড়ি ও স্কুলে জানায় যে সে মারা গেছে।’
রেবার মা স্বপ্না বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর ও আমার দুই মেয়ে। এর মধ্যে বড় মেয়ে রেবা ও ছোট মেয়ে মুসলিমা খাতুন। সকালে ঘুম থেকে উঠে গোসল করে স্কুলে যায় রেবা। এরপর স্কুল থেকে বলে মেয়ে একটি ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তখন স্কুলে ছুটে গিয়ে দেখি সেখানে মেয়ে নেই। পরে হাসপাতালে এসে দেখি আমার মেয়ের মৃতদেহ নিয়ে বান্ধবীরা দাঁড়িয়ে আছে।’
মৃত ছাত্রীর মা আরও জানান, কি কারণে মেয়ের মৃত্যু হলো এর সঠিক বিচার চান তিনি। ভালো মেয়ে স্কুলে গেল আর পেলেন মৃত অবস্থায়। এর পেছনে শিক্ষকদের কোনো অবহেলা আছে কি না তা খুঁজে বের করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
রেবার খালা সুমাইয়া জানান, রেবা বাড়ি থেকে না খেয়ে স্কুলে গিয়েছিল। তখন শিক্ষকেরা একটি ট্যাবলেট খেতে বললে রেবা খেতে চায়নি। তখন ট্যাবলেট খেলে কিছু হবে না বলে জানান শিক্ষকেরা। এই শিক্ষকদের গাফিলতিতেই রেবা আজ চিরদিনের মতো হারিয়ে গেল বলে দাবি করেন তিনি। তিনি দোষী শিক্ষকদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এ বিষয়ে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. নাসিমা খাতুন বলেন, ‘আমাদের বলা হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে ট্যাবলেট খাওয়াতে। সেভাবেই খাইয়েছি। এখানে আমাদের কোনো গাফিলতি ছিল না। তবে কি কারণে সে মারা গেছে তা জানি না।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, ‘মেয়েটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার মুখে ও নাকে ফেনা বের হচ্ছিল। ক্লিনিক্যাল কিছু স্যাম্পল পাওয়ার পরই বলা যাবে কেন তার মৃত্যু হয়েছে।’
এ নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণত আয়রন ট্যাবলেট খেয়ে কেউ মারা যায় না। পার্শ্বপ্রতিক্রিয়া হলে শুধু পেটে ব্যথা কিংবা অ্যাসিডিটি বা পাতলা পায়খানা হতে পারে। তবে সে আগে থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল কি না সেটা খোঁজ খবর নিচ্ছি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, ঘটনার তদন্তের ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ও ইউনিসেফের একজন প্রতিনিধি থাকবেন।

ঝিনাইদহে স্কুল থেকে আয়রন ট্যাবলেট খাওয়ার পর রেবা নামের এক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে স্কুল থেকে আয়রন ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে সে। এ কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার। তবে আয়রন ট্যাবলেট নাকি শারীরিক অন্য অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা।
মৃত রেবা খাতুন সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে এবং হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ফারজানা, আসমা, সুমাইয়া ও উর্মিলা নামের আরও চার শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। স্কুল পড়ুয়া কিশোরীদের শরীরে আয়রনের ঘাটতি পূরণে ইউনিসেফের অর্থায়নে প্রতি সাত দিন পর পর একজন শিক্ষার্থীকে একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে বলে জানা গেছে।
মৃত রেবা খাতুনের সহপাঠী জান্নাতুল জানায়, সকালে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সকল শ্রেণির ছাত্রীদের একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ান শিক্ষকেরা। এর কিছুক্ষণ পর ১১টার দিকে রেবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। তখন তারা বাজারের একটি ওষুধের দোকানে নিলে তারা দ্রুত সদর হাসপাতালে নিতে বলেন। এরপর হাসপাতালে আনলে চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করেন।
সামিন নামে অপর সহপাঠী বলে, ‘আমরা রেবাকে হাসপাতালে নিয়ে আসার সময় কোনো শিক্ষক ছিল না। তখন ঠিক বুঝতে পারছিলাম না ওকে নিয়ে কি করব! একপর্যায়ে দিশেহারা হয়েই হাসপাতালে নিয়ে আসি। পরে একজন সংবাদ কর্মী বড় ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে রেবার বাড়ি ও স্কুলে জানায় যে সে মারা গেছে।’
রেবার মা স্বপ্না বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর ও আমার দুই মেয়ে। এর মধ্যে বড় মেয়ে রেবা ও ছোট মেয়ে মুসলিমা খাতুন। সকালে ঘুম থেকে উঠে গোসল করে স্কুলে যায় রেবা। এরপর স্কুল থেকে বলে মেয়ে একটি ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তখন স্কুলে ছুটে গিয়ে দেখি সেখানে মেয়ে নেই। পরে হাসপাতালে এসে দেখি আমার মেয়ের মৃতদেহ নিয়ে বান্ধবীরা দাঁড়িয়ে আছে।’
মৃত ছাত্রীর মা আরও জানান, কি কারণে মেয়ের মৃত্যু হলো এর সঠিক বিচার চান তিনি। ভালো মেয়ে স্কুলে গেল আর পেলেন মৃত অবস্থায়। এর পেছনে শিক্ষকদের কোনো অবহেলা আছে কি না তা খুঁজে বের করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
রেবার খালা সুমাইয়া জানান, রেবা বাড়ি থেকে না খেয়ে স্কুলে গিয়েছিল। তখন শিক্ষকেরা একটি ট্যাবলেট খেতে বললে রেবা খেতে চায়নি। তখন ট্যাবলেট খেলে কিছু হবে না বলে জানান শিক্ষকেরা। এই শিক্ষকদের গাফিলতিতেই রেবা আজ চিরদিনের মতো হারিয়ে গেল বলে দাবি করেন তিনি। তিনি দোষী শিক্ষকদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এ বিষয়ে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. নাসিমা খাতুন বলেন, ‘আমাদের বলা হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে ট্যাবলেট খাওয়াতে। সেভাবেই খাইয়েছি। এখানে আমাদের কোনো গাফিলতি ছিল না। তবে কি কারণে সে মারা গেছে তা জানি না।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, ‘মেয়েটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার মুখে ও নাকে ফেনা বের হচ্ছিল। ক্লিনিক্যাল কিছু স্যাম্পল পাওয়ার পরই বলা যাবে কেন তার মৃত্যু হয়েছে।’
এ নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণত আয়রন ট্যাবলেট খেয়ে কেউ মারা যায় না। পার্শ্বপ্রতিক্রিয়া হলে শুধু পেটে ব্যথা কিংবা অ্যাসিডিটি বা পাতলা পায়খানা হতে পারে। তবে সে আগে থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল কি না সেটা খোঁজ খবর নিচ্ছি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, ঘটনার তদন্তের ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ও ইউনিসেফের একজন প্রতিনিধি থাকবেন।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৭ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৮ ঘণ্টা আগে