শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।
প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’
নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’
এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।
প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’
নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’
এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে