শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।
প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’
নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’
এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।
প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’
নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’
এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২৪ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৪১ মিনিট আগে