কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিখোঁজ তিন যুবক বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ থাকার ১৮ দিন পর ওই যুবকেরা বাড়ি ফিরে আসেন।
জানা যায়, গেল ২০ মার্চ (রোববার) রাতে বাড়ি থেকে বের হন ওই তিন যুবক। এরপর থেকে তাঁদের আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ওই তিন যুবকের মধ্যে রয়েছেন কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ হোসেন, রকিব উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ও আনোয়ারের ছেলে রিয়াজ হোসেন।
এ ব্যাপারে রাব্বি হোসেন বলেন, ‘গত ২০ মার্চ (রোববার) যাওয়ার কয়েক ঘণ্টা আগে রিয়াজ আমাকে বলে তাবলিগে যাওয়ার কথা। নামাজ পড়ার অভ্যাস করার জন্য সে আমাকে সঙ্গে করে নিয়ে যায় দুধসরা গ্রামের আব্দুল বাশার নামের এক হুজুরের কাছে। আমি ওখানে এক দিন ছিলাম। রিয়াজ আমাকে ফোন রেখে যেতে বলে। আর খরচের টাকা নিতে বলে। ওই দিন রাতে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেলস্টেশনে যাই আমরা। ওখানে আমাদের জন্য একজন অপেক্ষা করছিলেন। ট্রেন থেকে নামার পর তিনি আমাদের কমলাপুরের পাশেই এক বাসায় নিয়ে যান। বেশ কয়েক দিন ওই বাসাতেই থাকি। এরপর আমাদের আর ভালো লাগছিল না এখানে। আর বাড়ির দিকে চলছিল পুলিশের চাপ। পরে আমরা কক্সবাজারে চলে যাই।’
রাব্বি আরও বলেন, ‘যে ব্যক্তি আমাদের রেলস্টেশন থেকে নিয়ে যান, তাঁকে আমি চিনি না। রিয়াজ চিনতে পারে। কয়েক দিন যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করলে বলেন, আরও কিছুদিন এভাবে থাকতে হবে। তাঁর উদ্দেশ্য খারাপ ছিল। হয়তো আমাদের দিয়ে কোনো দেশবিরোধী কাজ করাতে চেয়েছিলেন। আমরা বুঝতে পেরে চলে এসেছি।’
বাড়িতে না পাওয়ায় রিয়াজ ও পারভেজের সঙ্গে কথা বলা যায়নি। তবে বিষয়টি নিয়ে কথা হয় পারভেজের বাবা মিজানুর রহমানের কঙ্গে। তিনি বলেন, ‘রিয়াজ আমার ছেলেসহ দুজনকে নিয়ে যায় তাবলিগ করতে। গেল ২০ মার্চ তাঁরা বাড়ি থেকে বের হয়ে যায়। আর বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে ফিরে আসে। তবে যাওয়ার প্রকৃত কারণ এখনো কেউ বলেনি।’
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চিত কুমার বিশ্বাস বলেন, ‘নিখোঁজ হওয়া তিন যুবকই ফিরে এসেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওই তিন যুবককে অভিভাবকদের কাছ হস্তান্তর করা হয়েছে।’

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিখোঁজ তিন যুবক বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ থাকার ১৮ দিন পর ওই যুবকেরা বাড়ি ফিরে আসেন।
জানা যায়, গেল ২০ মার্চ (রোববার) রাতে বাড়ি থেকে বের হন ওই তিন যুবক। এরপর থেকে তাঁদের আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ওই তিন যুবকের মধ্যে রয়েছেন কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ হোসেন, রকিব উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ও আনোয়ারের ছেলে রিয়াজ হোসেন।
এ ব্যাপারে রাব্বি হোসেন বলেন, ‘গত ২০ মার্চ (রোববার) যাওয়ার কয়েক ঘণ্টা আগে রিয়াজ আমাকে বলে তাবলিগে যাওয়ার কথা। নামাজ পড়ার অভ্যাস করার জন্য সে আমাকে সঙ্গে করে নিয়ে যায় দুধসরা গ্রামের আব্দুল বাশার নামের এক হুজুরের কাছে। আমি ওখানে এক দিন ছিলাম। রিয়াজ আমাকে ফোন রেখে যেতে বলে। আর খরচের টাকা নিতে বলে। ওই দিন রাতে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেলস্টেশনে যাই আমরা। ওখানে আমাদের জন্য একজন অপেক্ষা করছিলেন। ট্রেন থেকে নামার পর তিনি আমাদের কমলাপুরের পাশেই এক বাসায় নিয়ে যান। বেশ কয়েক দিন ওই বাসাতেই থাকি। এরপর আমাদের আর ভালো লাগছিল না এখানে। আর বাড়ির দিকে চলছিল পুলিশের চাপ। পরে আমরা কক্সবাজারে চলে যাই।’
রাব্বি আরও বলেন, ‘যে ব্যক্তি আমাদের রেলস্টেশন থেকে নিয়ে যান, তাঁকে আমি চিনি না। রিয়াজ চিনতে পারে। কয়েক দিন যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করলে বলেন, আরও কিছুদিন এভাবে থাকতে হবে। তাঁর উদ্দেশ্য খারাপ ছিল। হয়তো আমাদের দিয়ে কোনো দেশবিরোধী কাজ করাতে চেয়েছিলেন। আমরা বুঝতে পেরে চলে এসেছি।’
বাড়িতে না পাওয়ায় রিয়াজ ও পারভেজের সঙ্গে কথা বলা যায়নি। তবে বিষয়টি নিয়ে কথা হয় পারভেজের বাবা মিজানুর রহমানের কঙ্গে। তিনি বলেন, ‘রিয়াজ আমার ছেলেসহ দুজনকে নিয়ে যায় তাবলিগ করতে। গেল ২০ মার্চ তাঁরা বাড়ি থেকে বের হয়ে যায়। আর বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে ফিরে আসে। তবে যাওয়ার প্রকৃত কারণ এখনো কেউ বলেনি।’
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চিত কুমার বিশ্বাস বলেন, ‘নিখোঁজ হওয়া তিন যুবকই ফিরে এসেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওই তিন যুবককে অভিভাবকদের কাছ হস্তান্তর করা হয়েছে।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে