প্রতিনিধি

যশোর: যশোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ।
তিনি জানান, মৃতদের মধ্যে ৩ জন রেড জোনে আর বাকি ৫ জন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনের তিনজনই গত ২২ তারিখে হাসপাতালে ভর্তি হন এবং ওই রাতেই মারা যান। ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া গত ২২ জুন দুপুরে বাকি পাঁচজন মারা যায়। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্ত হয়ে মোট ১১৪ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৩৪৩টি নমুনা পরীক্ষা করে এ ফল এসেছে।
এ ছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, গত ২৩ জুন বুধবার পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫১ জন। এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫৮ জন। যার মধ্যে ১ নং ওয়ার্ডে ১৮, ২নং ওয়ার্ডে ৬, ৩নং ওয়ার্ডে ৫, ৪নং ওয়ার্ডে ১৬, ৫নং ওয়ার্ডে ৪১, ৬নং ওয়ার্ডে ৫০, ৭নং ওয়ার্ডে ৩, ৮নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ১৮ জন করোনা আক্রান্ত। অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন। বাকি আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
এ বিষয়ে মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, যশোরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মহামারি করোনাভাইরাস। আর এই মহামারি থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

যশোর: যশোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ।
তিনি জানান, মৃতদের মধ্যে ৩ জন রেড জোনে আর বাকি ৫ জন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনের তিনজনই গত ২২ তারিখে হাসপাতালে ভর্তি হন এবং ওই রাতেই মারা যান। ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া গত ২২ জুন দুপুরে বাকি পাঁচজন মারা যায়। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্ত হয়ে মোট ১১৪ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৩৪৩টি নমুনা পরীক্ষা করে এ ফল এসেছে।
এ ছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, গত ২৩ জুন বুধবার পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫১ জন। এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫৮ জন। যার মধ্যে ১ নং ওয়ার্ডে ১৮, ২নং ওয়ার্ডে ৬, ৩নং ওয়ার্ডে ৫, ৪নং ওয়ার্ডে ১৬, ৫নং ওয়ার্ডে ৪১, ৬নং ওয়ার্ডে ৫০, ৭নং ওয়ার্ডে ৩, ৮নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ১৮ জন করোনা আক্রান্ত। অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন। বাকি আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
এ বিষয়ে মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, যশোরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মহামারি করোনাভাইরাস। আর এই মহামারি থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৬ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৭ মিনিট আগে