Ajker Patrika

যশোরে পুরুষ সেজে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিতেন তরুণী

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৮: ৩৬
যশোরে পুরুষ সেজে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিতেন তরুণী

যশোরে পুরুষ সেজে প্রতারণা করার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করছিলেন। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে তিনি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন।’

এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৯ মে) যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে শুক্রবার সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেপ্তার করে।

পরিদর্শক মনিরুজ্জামান আরও জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। যশোরে দায়ের করা প্রতারণা মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত