মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে