চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কথিত সোর্স ও বিজিবির সদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট চা বাগানের সেকশন থেকে ১০টি গরু নিয়ে নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে নালুয়া চা বাগানের চা শ্রমিকেরা কাজ বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার বাগানের হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ এপ্রিল নালুয়া চা বাগানের ১৫-১৬ নম্বর সেকশন থেকে উত্তম পান তাঁতীর ১টি, লক্ষণ পান তাঁতীর ১ টি, জয় উড়াওয়ের ৪ টি, সুমন উড়াওয়ের ৪ টিসহ ১০টি গরু নিয়ে গেছে বিজিবির সোর্স শিপনসহ চিমটি বিল বিওপির জোয়ানরা। তাঁরা গরুগুলো ২৩ এপ্রিল ২ লাখ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয় ৫৫ ব্যাটালিয়নের বিজিবি। শ্রমিকেরা তাঁদের গরু ফেরতের দাবিতে এ মানববন্ধন করেন।
বক্তারা মানববন্ধনে জানান, তাঁরা ঈদের আগের দিন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন। সেই সঙ্গে পরবর্তীতে তারা বাগানের কাজ বর্জনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে চিমটি বিল বিওপির বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ‘গরুগুলো ভারত থেকে চোরাই পথে এসেছিল জেনে তারা সেগুলো আটক করে পরবর্তীতে নিলামে বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল কাদির লস্কর বলেন, তিনি এ বিষয়টি গত সপ্তাহে উপজেলা পরিষদের এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাংবাদিকদের অবগত করেছেন। নিরীহ চা শ্রমিকদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য মাখন গোস্বামী, নটবর রোদ্রপাল, রতন কর্মার প্রমুখ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কথিত সোর্স ও বিজিবির সদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট চা বাগানের সেকশন থেকে ১০টি গরু নিয়ে নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে নালুয়া চা বাগানের চা শ্রমিকেরা কাজ বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার বাগানের হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ এপ্রিল নালুয়া চা বাগানের ১৫-১৬ নম্বর সেকশন থেকে উত্তম পান তাঁতীর ১টি, লক্ষণ পান তাঁতীর ১ টি, জয় উড়াওয়ের ৪ টি, সুমন উড়াওয়ের ৪ টিসহ ১০টি গরু নিয়ে গেছে বিজিবির সোর্স শিপনসহ চিমটি বিল বিওপির জোয়ানরা। তাঁরা গরুগুলো ২৩ এপ্রিল ২ লাখ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয় ৫৫ ব্যাটালিয়নের বিজিবি। শ্রমিকেরা তাঁদের গরু ফেরতের দাবিতে এ মানববন্ধন করেন।
বক্তারা মানববন্ধনে জানান, তাঁরা ঈদের আগের দিন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন। সেই সঙ্গে পরবর্তীতে তারা বাগানের কাজ বর্জনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে চিমটি বিল বিওপির বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ‘গরুগুলো ভারত থেকে চোরাই পথে এসেছিল জেনে তারা সেগুলো আটক করে পরবর্তীতে নিলামে বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল কাদির লস্কর বলেন, তিনি এ বিষয়টি গত সপ্তাহে উপজেলা পরিষদের এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাংবাদিকদের অবগত করেছেন। নিরীহ চা শ্রমিকদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য মাখন গোস্বামী, নটবর রোদ্রপাল, রতন কর্মার প্রমুখ।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে