টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বর্হি বিভাগের সকল কক্ষে তালা মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতালের জরুরি সেবা চালু ছিল।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার নির্দেশে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত হামলাকারীদের আটক করা হবে।’
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কা জনক থাকায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কমলেশ বাগচী তাকে গোপালগঞ্জ সদর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ অথবা খুলনা নেয়নি। পরে দুপুরে রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্স ডা. কমলেশ বাগচীকে জানান। তখন তিনি রোগীকে দেখে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেন। এতে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকে মারধর করেন। এ ঘটনায় সোমবার রাতে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন ডা. কমলেশ বাগচী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বর্হি বিভাগের সকল কক্ষে তালা মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতালের জরুরি সেবা চালু ছিল।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার নির্দেশে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত হামলাকারীদের আটক করা হবে।’
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কা জনক থাকায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কমলেশ বাগচী তাকে গোপালগঞ্জ সদর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ অথবা খুলনা নেয়নি। পরে দুপুরে রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্স ডা. কমলেশ বাগচীকে জানান। তখন তিনি রোগীকে দেখে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেন। এতে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকে মারধর করেন। এ ঘটনায় সোমবার রাতে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন ডা. কমলেশ বাগচী।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে