গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলামিন মিয়া (৪৩) রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আমেরিকা প্রবাসী মারুফ হোসেন (৬৪), স্ত্রী সুরাইয়া আহমেদ (৪৫) ও তাঁর ভাতিজা তামিউদ্দিন অয়ন (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক। আহত হয় মাইক্রোবাসে থাকা তিন যাত্রী। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত তামিউদ্দিন অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচি আমেরিকা থেকে সকালে দেশে এসে পৌঁছায়। তাদের বাড়িতে নিয়ে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রো ঠিক করি। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ওই মাইক্রোতে গ্রামের বাড়ি খুলনার রুপসার উদ্দেশ্যে রওনা হই। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমার চাচি খুব বেশি আহত হয়েছে। চাচাও আহত হয়েছ। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার সামান্য আঘাত লাগায় ভর্তি হয়নি। আমি তাদের দেখাশোনা করছি।’

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলামিন মিয়া (৪৩) রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আমেরিকা প্রবাসী মারুফ হোসেন (৬৪), স্ত্রী সুরাইয়া আহমেদ (৪৫) ও তাঁর ভাতিজা তামিউদ্দিন অয়ন (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক। আহত হয় মাইক্রোবাসে থাকা তিন যাত্রী। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত তামিউদ্দিন অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচি আমেরিকা থেকে সকালে দেশে এসে পৌঁছায়। তাদের বাড়িতে নিয়ে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রো ঠিক করি। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ওই মাইক্রোতে গ্রামের বাড়ি খুলনার রুপসার উদ্দেশ্যে রওনা হই। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমার চাচি খুব বেশি আহত হয়েছে। চাচাও আহত হয়েছ। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার সামান্য আঘাত লাগায় ভর্তি হয়নি। আমি তাদের দেখাশোনা করছি।’

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
২৫ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩০ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে