গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকদের ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি ও ওষুধের স্বল্পতা এবং ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী ভর্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে উত্থাপিত ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেট সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ডা. অসিত কুমার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহম্মেদের কাছে কিছু অভিযোগের বিষয়ে জানতে চান। তিনিও বিষয়টি এড়িয়ে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্যের প্রধান অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পরে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা শান্ত হন।
সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকদের ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি ও ওষুধের স্বল্পতা এবং ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী ভর্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে উত্থাপিত ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেট সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ডা. অসিত কুমার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহম্মেদের কাছে কিছু অভিযোগের বিষয়ে জানতে চান। তিনিও বিষয়টি এড়িয়ে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্যের প্রধান অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পরে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা শান্ত হন।
সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে