গাজীপুর প্রতিনিধি

সরকার ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
জাকির হাসান জানান, গত ৩০ জুলাই সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এ বিষয়ে পলাতক আসামি মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনকে আসামি করে মামলা করা হয়।
একইভাবে পরের দিন ৩১ জুলাই রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াত আরও একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮) ও মো. আতিকুর রহমান (৪৫)।
পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মহানগরীর গাছা থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর নেতা-কর্মীরা হলেন মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রুকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) এবং নাজমুল হক (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।

সরকার ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
জাকির হাসান জানান, গত ৩০ জুলাই সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এ বিষয়ে পলাতক আসামি মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনকে আসামি করে মামলা করা হয়।
একইভাবে পরের দিন ৩১ জুলাই রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াত আরও একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮) ও মো. আতিকুর রহমান (৪৫)।
পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মহানগরীর গাছা থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর নেতা-কর্মীরা হলেন মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রুকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) এবং নাজমুল হক (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে