প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা সুন্দরগঞ্জে মাদ্রাসায় অনুষ্ঠানের নাম করে সরকারি সড়ক থেকে অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিনে উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামের আজিজ মোড় হয়ে মির্জাপুর খেয়াঘাট সড়কের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর এ গাছগুলো কেটে নিয়েছেন ওই মাদ্রাসার কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে জানা যায়, গত তিন দিন ধরে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা হয়। পরে সেগুলো বিক্রি করেন। ট্রাক যোগে গাছগুলো নিয়ে যান গাছ ব্যবসায়ী। ইউক্যালিপটাস, কাঁঠাল ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ কাটা হয়। যার আনুমানিক দাম হবে দুই লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা হতে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাতদিন ধরে সড়কের দুপাশে থাকা গাছগুলো কাটেন। অর্ধশত বছরের গাছগুলো এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে আসছিল। কিন্তু তাঁরা মাদ্রাসার অনুষ্ঠানের কথা বলে গাছগুলো কেটে নেন। গাছের গোড়াগুলো ট্রাক যোগে নিয়ে যান ব্যাপারী। ডালপালাগুলো তাঁদের হাফেজিয়া মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে।
হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল হোসেন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাফেজিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে। অনেক টাকা খরচ হবে সে অনুষ্ঠানে। এ কারণে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না বলে গাছগুলো কাটা অন্যায় হয়েছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক রাসেল হাসান বলেন, গাছগুলো তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে। ডাল পালাগুলো মাদ্রাসার ভেতর রাখা আছে। ছবি তোলার অনুমতি চাইলে বলেন ভেতরে ঢোকা নিষেধ আছে। ওখানে মেয়ে শিক্ষার্থীরা থাকেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধা সুন্দরগঞ্জে মাদ্রাসায় অনুষ্ঠানের নাম করে সরকারি সড়ক থেকে অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিনে উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামের আজিজ মোড় হয়ে মির্জাপুর খেয়াঘাট সড়কের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর এ গাছগুলো কেটে নিয়েছেন ওই মাদ্রাসার কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে জানা যায়, গত তিন দিন ধরে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা হয়। পরে সেগুলো বিক্রি করেন। ট্রাক যোগে গাছগুলো নিয়ে যান গাছ ব্যবসায়ী। ইউক্যালিপটাস, কাঁঠাল ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ কাটা হয়। যার আনুমানিক দাম হবে দুই লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা হতে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাতদিন ধরে সড়কের দুপাশে থাকা গাছগুলো কাটেন। অর্ধশত বছরের গাছগুলো এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে আসছিল। কিন্তু তাঁরা মাদ্রাসার অনুষ্ঠানের কথা বলে গাছগুলো কেটে নেন। গাছের গোড়াগুলো ট্রাক যোগে নিয়ে যান ব্যাপারী। ডালপালাগুলো তাঁদের হাফেজিয়া মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে।
হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল হোসেন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাফেজিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে। অনেক টাকা খরচ হবে সে অনুষ্ঠানে। এ কারণে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না বলে গাছগুলো কাটা অন্যায় হয়েছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক রাসেল হাসান বলেন, গাছগুলো তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে। ডাল পালাগুলো মাদ্রাসার ভেতর রাখা আছে। ছবি তোলার অনুমতি চাইলে বলেন ভেতরে ঢোকা নিষেধ আছে। ওখানে মেয়ে শিক্ষার্থীরা থাকেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২১ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২২ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে