প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পক্ষে বিপক্ষে সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইপিজেডকে কেন্দ্র করে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠছে উপজেলার পরিবেশ।
এ লক্ষ বাস্তবায়নের পক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, চিনিকলের জমিতে সরকারের এই ইপিজেড নির্মাণের পরিকল্পনা করা করেছে। এই ইপিজেডে অনেক দেশি বিদেশি কোম্পানি আসতে চাচ্ছে। অনেক কলকারখানা হবে। ইপিজেড হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে।
অন্যদিকে চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দাবি করে সোমবার বিকেলে রাজপথ অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশ। তাঁদের উদ্যোগে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটামোড়ে ঘণ্টাব্যাপী সাঁওতাল ও বাঙালিরা অবস্থান নেয়।
অবরোধ চলাকালে সংগঠনের একাংশের সভাপতি ফিলিমন বাস্কে বলেন, খামারের জমি সাঁওতালদের বাপ দাদার পৈতৃক জমি। এই জমিতে ইপিজেড নির্মাণ করা হোক তা তারা চান না বলেও তিনি বলেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই অংশের সভাপতি বার্নাবাস টুডুর নেতৃত্বে তারা ৮ কিলোমিটার পদযাত্রা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এদিকে, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের এলাকায় দ্রুত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসী ব্যানারে গোবিন্দগঞ্জের থানা মোড় চারমাথায় সোমবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু বলেন, গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্রুত ইপিজেড স্থাপন করতে হবে। ইপিজেড হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন আসবে। তিনি চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে দ্রুত ইপিজেড স্থাপনের দাবি জানান।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আজ দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
মেজর জেনারেল নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ওই এলাকায় বসবাসকারী, জনপ্রতিনিধি ও মানুষের সঙ্গে আলোচনা করে ইপিজেড এলাকার জমি নিয়ে সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক জমি দাবি করে প্রায় ৭ বছর ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি।

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পক্ষে বিপক্ষে সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইপিজেডকে কেন্দ্র করে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠছে উপজেলার পরিবেশ।
এ লক্ষ বাস্তবায়নের পক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, চিনিকলের জমিতে সরকারের এই ইপিজেড নির্মাণের পরিকল্পনা করা করেছে। এই ইপিজেডে অনেক দেশি বিদেশি কোম্পানি আসতে চাচ্ছে। অনেক কলকারখানা হবে। ইপিজেড হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে।
অন্যদিকে চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দাবি করে সোমবার বিকেলে রাজপথ অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশ। তাঁদের উদ্যোগে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটামোড়ে ঘণ্টাব্যাপী সাঁওতাল ও বাঙালিরা অবস্থান নেয়।
অবরোধ চলাকালে সংগঠনের একাংশের সভাপতি ফিলিমন বাস্কে বলেন, খামারের জমি সাঁওতালদের বাপ দাদার পৈতৃক জমি। এই জমিতে ইপিজেড নির্মাণ করা হোক তা তারা চান না বলেও তিনি বলেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই অংশের সভাপতি বার্নাবাস টুডুর নেতৃত্বে তারা ৮ কিলোমিটার পদযাত্রা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এদিকে, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের এলাকায় দ্রুত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসী ব্যানারে গোবিন্দগঞ্জের থানা মোড় চারমাথায় সোমবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু বলেন, গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্রুত ইপিজেড স্থাপন করতে হবে। ইপিজেড হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন আসবে। তিনি চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে দ্রুত ইপিজেড স্থাপনের দাবি জানান।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আজ দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
মেজর জেনারেল নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ওই এলাকায় বসবাসকারী, জনপ্রতিনিধি ও মানুষের সঙ্গে আলোচনা করে ইপিজেড এলাকার জমি নিয়ে সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক জমি দাবি করে প্রায় ৭ বছর ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে