ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

কয়েক দিনের বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেশ কিছু জমিতে ধান, আগাম জাতের আলু, রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের দুলাল হোসেন বলেন, তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছেন বৃষ্টি ও মৃদু বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুব খারাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সারা রাত ও বুধবার দিনভর টানা বৃষ্টিতে উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর এলাকার বেশ কিছু জমিতে গামর ধান (কচি) ধান গাছ জমির সঙ্গে মিশে গেছে, আলুর জমিতে পানি জমে আছে। দ্রুত পানি না নামলে এসব জমির আলু ও ধান গাছসহ গামর (কচি) ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এর মধ্যে আরও বৃষ্টি হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিকটন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ করা হয়েছে। এবার উপশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯ ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, সম্পা কাটারি, স্বার্ণা-৫, গুটিস্বর্ণা, রঞ্জিত, সোনামুখি এবং হাইব্রিট জাতের টিয়া, ধানিগোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
তিনি আরও বলেন, একর প্রতি হাইব্রিট ফলন ৪ মেট্রিকটন ও উপশি ২.৭৫ মেট্রিকটন। তবে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কা আর দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিট ও শোনা মুখি আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক ব্যাপার, অল্প কিছু ফসলেন সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না আশা করি।

কয়েক দিনের বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেশ কিছু জমিতে ধান, আগাম জাতের আলু, রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের দুলাল হোসেন বলেন, তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছেন বৃষ্টি ও মৃদু বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুব খারাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সারা রাত ও বুধবার দিনভর টানা বৃষ্টিতে উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর এলাকার বেশ কিছু জমিতে গামর ধান (কচি) ধান গাছ জমির সঙ্গে মিশে গেছে, আলুর জমিতে পানি জমে আছে। দ্রুত পানি না নামলে এসব জমির আলু ও ধান গাছসহ গামর (কচি) ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এর মধ্যে আরও বৃষ্টি হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিকটন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ করা হয়েছে। এবার উপশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯ ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, সম্পা কাটারি, স্বার্ণা-৫, গুটিস্বর্ণা, রঞ্জিত, সোনামুখি এবং হাইব্রিট জাতের টিয়া, ধানিগোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
তিনি আরও বলেন, একর প্রতি হাইব্রিট ফলন ৪ মেট্রিকটন ও উপশি ২.৭৫ মেট্রিকটন। তবে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কা আর দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিট ও শোনা মুখি আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক ব্যাপার, অল্প কিছু ফসলেন সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না আশা করি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৫ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৪০ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে