ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও বাসের চালক, হেলপারসহ অর্ধশত যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বেজাই মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শাহী স্পেশাল নামে একটি বাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় ভ্যানচালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। তখন বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজ নামের নাইটকোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় দিনাজপুর যাওয়ার পথেই ভ্যানচালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।’

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও বাসের চালক, হেলপারসহ অর্ধশত যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বেজাই মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শাহী স্পেশাল নামে একটি বাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় ভ্যানচালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। তখন বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজ নামের নাইটকোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় দিনাজপুর যাওয়ার পথেই ভ্যানচালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে